দেবী আদ্যাশক্তি পরমাপ্রকৃতির নানারূপের পরিচয় পাওয়া যায়
এই ১০৮ নাম থেকে, যা দেবী তাঁর দুই সখি জয়া-বিজয়া কে নিজমুখে বর্ণনা
করেছিলেন বলে পুরাণে উল্লিখিত। দেবীর এই অষ্টোত্তর শতনাম পণ্ডিত
কালীপ্রসন্ন বিদ্যারত্ন কর্তৃক গ্রথিত।
১. দুর্গা ২. দুঃখহরা ৩. কৃতান্তদমনী ৪. কাত্যায়নী
৫. ভবেশ-গৃহিণী ৬. জগৎজননী ৭. মহামায়া ৮. কালজায়া
৯. ত্রিদিব-জননী ১০. কালী ১১. করালিনী ১২. কপালমালিকা
১৩. কালরাত্রি ১৪. কৃপাময়ী ১৫. ঊমা ১৬. মহোদরী
১৭. অন্নপূর্ণা ১৮. মাতঙ্গী ১৯. সত্যসনাতনী ২০. ব্রহ্মাণ্ড-জননী
২১. শিবানী ২২. জগত-তারিণী ২৩. ইন্দ্রাণী ২৪. সর্ব্বাণী
২৫. গণেশ-জননী ২৬. রাজরাজেশ্বরী
২৭. বগলা ২৮. কমলা
২৯. ভুবন ঈশ্বরী ৩০. শুভঙ্করী ৩১. ছিন্নমস্তা ৩২. মহিষমর্দ্দিনী
৩৩. ষোড়শী ৩৪. শ্রীঅপরাজিতা ৩৫. উগ্রচণ্ডা ৩৬.
চণ্ডা
৩৭. বিরিঞ্চিনন্দিনী ৩৮. শিব-সীমন্তিনী ৩৯. মহেশঘরণী ৪০. চন্দ্রচূড়া
৪১. হররাণী ৪২.
কামাখ্যা ৪৩. মৃগেশবাহিনী ৪৪.
শ্যামা
৪৫. এলোকেশী ৪৬. শবাসনা ৪৭. দিগম্বরী ৪৮.
পতিতপাবনী
৪৯. দাক্ষায়ণী ৫০.
শমনত্রাসিনী ৫১. অরিষ্টনাশিনী ৫২.
সুখদাত্রী
৫৩. দয়াময়ী ৫৪.
নরকবারিণী ৫৫. পার্ব্বতী ৫৬.
বসুমতী
৫৭. গুণাত্মিকা ৫৮.
অম্বিকা ৫৯. বিমলা ৬০.
অভয়া
৬১. ভবরাণী ৬২. শূলপাণি ৬৩. দানবদলনী ৬৪. মন্মথমথিনী
৬৫. অশিব-খণ্ডিকা ৬৬. দানবসূদনী ৬৭. মেনকা-দুলালী ৬৮. বিজয়া
৬৯. গোপেশকুমারী
৭০. গোবিন্দ-ভগিনী ৭১. যোগেশ-যোগিনী ৭২. মৃগাঙ্ক-বদনী
৭৩. গোমাতা ৭৪. গান্ধারী ৭৫. যজ্ঞবিনাশিনী ৭৬.
গিরিশ-নন্দিনী
৭৭. নৃমুণ্ডমালিনী ৭৮. কপালিনী ৭৯. শিবদারা ৮০. কপালমালিকা
৮১. কালরাত্রি ৮২. ত্রিদিব-জননী ৮৩. ভক্তিবিধায়িনী ৮৪. সর্ব্বার্থসাধিনী
৮৫. লীলাবতী ৮৬. চন্দ্রমুখী ৮৭. অনুপমা ৮৮. সর্ব্বযোগেশ্বরী
৮৯. কলুষনাশিনী ৯০. শ্যামা-শশী ৯১. বিকারবিহীনা ৯২. জলধি-নন্দিনী
৯৩. সত্যস্বরূপিণী ৯৪. কাল-সীমন্তিনী
৯৫. বাঞ্ছাদাত্রী ৯৬. গুণময়ী
৯৭. অমলা ৯৮.
অজয়া ৯৯. অষ্টকলা ১০০.
তক্ষকেশী
১০১. কর্কটেশী ১০২. ধনঞ্জয়েশ্বরী ১০৩. পদ্মেশ্বরী ১০৪.
কুলীর-ঈশ্বরী
১০৫. শঙ্খেশ্বরী ১০৬. ডাকিনীদমনী ১০৭. হাকিনী-ঈশ্বরী ১০৮. ডামরী
No comments:
Post a Comment