দুর্গাপূজা - দেবী মা এর
আনুষ্ঠানিক পূজা, বাঙালিদের সবচেয়ে
গুরুত্বপূর্ণ উৎসব। এছাড়া হিন্দুদের জন্য এটি এমন একটি ধর্মীয় উৎসব, যা
নবজীবন, পুনর্মিলন, রীতিনীতি
ও ঐতিহ্যগত সংস্কৃতি উদযাপনের একটি উপলক্ষও বটে।
দুর্গাপূজা সাধারণত প্রতি
বছর অশ্বিন (September-October) মাসের শুক্লপক্ষের ষষ্ঠী, সপ্তমী
অষ্টমী, নবমী ও দশমী এই পাঁচদিন ধরে
পালিত হয়, যা অকালবোধন নামে পরিচিত।
এর সূত্রপাত হয়েছিল পত্নী উদ্ধারে রাক্ষসরাজ রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে
বনবাসকালীন অযোধ্যারাজ রামের অকালে আদ্যাশক্তি দেবীমাতৃকাকে আবাহন করার ঘটনা থেকে।
প্রকৃতপক্ষে দুর্গাপূজা
অনুষ্ঠিত হয় বসন্তকালে যা বর্তমানে বাসন্তীপূজা নামে পরিচিত। তবে অকালবোধনের পুজোই
এখন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ বিশ্বব্যাপি
সকল বাঙালি অধ্যুষিত অঞ্চলে সার্বজনীন রূপ নিয়েছে।
No comments:
Post a Comment