ছোটবেলায় বাঙালির প্রধান উৎসব 'দুর্গাপূজা' নিয়ে রচনা কমবেশী আমরা সকলেই লিখেছি। কিন্তু বড় হয়ে এনিয়ে অনেকের অধিক জানার ইচ্ছা থাকলেও, অনেকসময়ই তা হয়ে ওঠেনা নানাকারণে। আমার অবস্থাও সেরকমই ছিল একদিন এবং সেই জানার ইচ্ছা থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
No comments:
Post a Comment